ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল আফগানিস্তান

প্রকাশিত : ০৮:৫৩, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০১, ১৯ মার্চ ২০১৯

টি-টোয়েন্টিতে আফগানরা এখন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। আর ওয়ানডেতেও ভালো করছে। এদিকে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম জয় পেতেও খুব বেশি অপেক্ষা করতে হলো না যুদ্ধবিধ্বস্ত দেশটিকে।

আফগানিস্তান এবং আয়ার‌ল্যান্ড তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামে। জয়ী দলের জন্য তাই ইতিহাস অপেক্ষা করছিল। সেই ইতিহাসে নাম উঠে গেল আফগানদের।

রাহমত শাহ আর রাশিদ খানের ম্যাজিক্যাল ইনিংসে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ জিতে নিল আফগানিস্তান৷ সেই সঙ্গে এটাই অফগানিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়৷

দুই ইনিংসেই দুটি অর্ধশতরান (৯৮, ৭৬) হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন রাহমাত শাহ৷ অন্যদিকে স্পিন ভেল্কিতে আইরিশদের মাত দিয়েছেন রাশিদ৷ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে আইরিশ ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন আফগান এই লেগ স্পিনার৷ টেস্টে এটাই রাশিদের প্রথম পাঁচ উইকেট শিকার৷ দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট পেয়েছেন আফগান স্পিনার৷

২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল আফগানিস্তান৷ ২০১৮ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলেছিল রাশিদরা৷ শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে সেই টেস্টে অবশ্য আফগানদের হারের মুখ দেখতে হয়েছিল৷ ভারতের কাছে ইনিংস ও ২৬২ রানে অভিষেক ম্যাচ হেরেছিল রাশিদরা৷

নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ড এবং পাকিস্তান টেস্ট ক্রিকেটে জয়ের স্বাদ পায়। এবার আফগানিস্তান তৃতীয় দল হিসিবে তাদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। প্রথম টেস্ট জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের ছয় ম্যাচ, জিম্বাবুয়ের ১১ ম্যাচ, দক্ষিণ আফ্রিকার ১২ ম্যাচ, শ্রীলংকা ও ভারতের যথাক্রমে ১৪ ও ২৫ ম্যাচ, বাংলাদেশের ৩৫ ম্যাচ এবং নিউজিল্যান্ডের ৪৫ ম্যাচ লাগে।

ভারতের দেরাদুনে এক ম্যাচের টেস্ট সিরিজে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড৷ প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭২ রান তোলে আইরিশরা৷ আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মহম্মদ নবি, ইয়ামিন আহমেদজাই৷ জবাবে রাহমত শাহের ৯৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৪ রান তোলে আফগানিস্তান৷

অধিনায়ক আসগর আফগান ৬৭ রান করেন৷ দ্বিতীয় ইনিংসে এরপর রাশিদের ৫ উইকেটের সুবাদে আইরিশদের ২৮৮ রানে বেঁধে রাখে আফগানিস্তান৷ জয়ের জন্য আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ১৪৭ রান৷ রাহমতের ৭৬ রানের দামী ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে প্রথমবারের জন্য টেস্ট জয়ের স্বাদ পেল আফগানিস্তান৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি