ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার হারলেন আনোয়ার হোসেন মঞ্জু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন জাতীয় পার্টি (মঞ্জু)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-২ আসনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়েও পার হতে পারলেননা দক্ষিণাঞ্চলের এই নেতা।

এ আসন থেকে সাতবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া মঞ্জু এই প্রথমবার হারলেন। তিন উপজেলা নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৫৪৪ ভোট। আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬১ হাজার ৯৯৬ ভোট।  

মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। একসময় তিনি আনোয়ার হোসেন মঞ্জুর পিএস (ব্যক্তিগত সহকারী) হিসেবেও কাজ করেছেন। 

এই আসন থেকে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেন মহিউদ্দিন মহারাজ। অন্যদিকে পিরোজপুর-২ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ার হোসেন মঞ্জু। একাধিবার তিনি মন্ত্রী হয়েছেন। দীর্ঘদিন ছিলেন ক্ষমতার আসনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি