ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

প্রথমবারেই বাজিমাত গম্ভীরের

প্রকাশিত : ১৪:৪৬, ২৪ মে ২০১৯ | আপডেট: ১৪:৫২, ২৪ মে ২০১৯

ক্রিকেট মাঠে থেকে রাজনীতিতে অংশ নিয়ে নিজের প্রথম নির্বাচনেই ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর।

ভারতের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে সাড়ে ৩ লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছেন সাবেক এ তারকা ক্রিকেটার। বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি।

গম্ভীর পেয়েছেন ৬ লাখ ৯৬ হাজারের বেশি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলি পেয়েছেন ৩ লাখ ৪ হাজারের বেশি ভোট। আর আপ পার্টির অতশী পেয়েছেন ২ লাখ ১৯ হাজারের বেশি ভোট।

১৫ বছরের ক্রিকেট জীবনের পরে গত ডিসেম্বরে অবসর নেন ভারতের সাবেক ওপেনার ব্যাটসম্যান। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর ৫৮ টেস্টে ৯ সেঞ্চুরি ও ২২ ফিফটিতে ৪ হাজার ১৫৪ রান করেছিলেন। ১৪৭টি ওয়ানডে খেলে তার রান ৫ হাজার ২৩৮, গড় প্রায় ৪০, সেঞ্চুরি ১১টি ও ফিফটি ৩৪টি। আর ২৭টি টি-টোয়েন্টিতে তার রান ৯৩২। ক্রিকেটের ধারাভাষ্য ছাড়াও একটি কমিউনিটি কিচেন চালান গৌতম গম্ভীর।       


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি