ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হয়েছেন হিলারি ও ট্রাম্প

প্রকাশিত : ০৯:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ২৮ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। বির্তকের শুরুতেই দুজন মার্কিন অর্থনীতিকে ইস্যু হিসেবে নেন। এসময় দেশের কর ব্যবস্থা, কর্মসংস্থান নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিতর্কে আইএস দমনে নিজের প্রত্যয় সবাইকে স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, হিলারি আইএস দমনে অক্ষম। এসময় পররাষ্ট্রনীতি নিয়েও দুই প্রার্থীর মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন দুজন। নারী ও কৃষ্ণাঙ্গদের প্রতি ট্রাম্পের মনোভাবের সমালোচনা করেন হিলারি। এছাড়া সাইবার নিরাপত্তা, বাণিজ্য, অস্ত্র আইন, পরমাণু চুক্তি নিয়েও বিতর্ক হয় দুই প্রার্থীর মধ্যে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি