প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা-ফ্রান্স ১-১
প্রকাশিত : ২১:০৩, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১০:৪০, ১ জুলাই ২০১৮
চলতি রাশিয়া বিশ্বকাপে নক আউট পর্বের প্রথম ম্যাচে লড়ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাজান অ্যারেনা স্টেডিয়ামে নিজেদের টিকে থাকার এই লড়াইয়ে প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট দর্শকদের টান টান উত্তেজনা দিতে শুরু থেকেই একে অপরের শিবিরে আক্রমণ করতে থাকে উভয় দল। ১৩ মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সে ফাউল করার জন্য পেনালটি পায় ফ্রান্স। গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে গোল করে দলকে দ্বিতীয় পর্বে নিয়ে আসা রোজোর ফাউল থেকে পাওয়া পেনালটি থেকে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যায় অ্যান্টোইন গ্রিজম্যান। আর রোজো দেখেন হলুদ কার্ড।
প্রথম গোলের হজমের পর মুষড়ে যাওয়া আর্জেন্টিনা এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে ৪১ মিনিটে আর্জেন্টাইন সমর্থকদের শুকনো মুখে জল ছিটান ফরোয়ার্ডার ডি মারিয়া। বানেঙ্গার বাড়িয়ে দেওয়া বলে ফ্রেঞ্চ ডি-বক্সের অনেক বাইরে থেকে নেওয়া শট থেকে দলকে সমতায় আনেন মারিয়া।
তবে শেষমেষ কে টিকে থাকছে এই লড়াইয়ে আর কে যাবে বাড়ি তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
এসএইচএস/এসএইচ/