ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমার্ধ শেষে ম্যাগুইয়ারের গোলে এগিয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ২২:০৩, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমার্ধ শেষে এগিয়ে ইংল্যান্ড। ম্যাগুইয়ারের গোলে এগিয়ে যায় দলটি। তবে, ইংলিশদের শুরুটা মোটেও ভালো ছিল না। এলোমেলো ফুটবল খেলছিল হ্যারি কেনরা। কিন্তু দ্রুতই নিজেদের সামলে নেয় সাউথগেটের শিষ্যরা। ফলও মিলল হাতেনাতে। ম্যাচর ৩০তম মিনিটে হ্যান্ডারসনের পাস থেকে দারুণ নৈপূণ্যে বল জালে জড়ান হ্যারি ম্যাগুইয়ার। প্রথমার্ধ শেষে ১-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।


দুই দলের ২৪ বারের দেখায় ৮টি জয় পেয়েছে ইংলিশরা। এছাড়া ৭টি পরাজয় এবং বাকী ৯টি ম্যাচ ড্র হয়েছে। অবশ্য গত ১০ ম্যাচে সুইডেনের পাল্লাটাই ভারী। যদিও বিশ্বকাপে দুই দলের আগের দুই ম্যাচই ড্র হয়েছে।

চলতি বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন হ্যারি কেন। ইংলিশ অধিনায়ক এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। আবার ইংল্যান্ডের চেয়ে কম গোল করলেও গোলে শট নেওয়ায় এগিয়ে আছে সুইডেন। এ পর্যন্ত প্রতিপক্ষের গোলে ১৮টি শট নিয়েছে সুইডিশরা, যা ইংল্যান্ডের চেয়ে একটি বেশি।

সুইডেন একাদশ: রবিন ওলসেন, এমিল ক্রাফট, ভিক্টর লিনডেলফ আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত, লুদভিক অগাস্টিনসন, ভিক্টর ক্লাসেন, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফর্সবার্গ, মার্কাস বার্গ, ওলা তইভনেন

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, হ্যারি ম্যাগুইয়ার, জন স্টোনস, জর্ডান হ্যান্ডারসন, জেসি লিনগার্ড, কিরান ট্রিপিয়ার, ডেলে আলি, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি