প্রথমার্ধে ব্রাজিলকে থামিয়ে রাখলো কোস্টারিকা
প্রকাশিত : ১৮:৫৬, ২২ জুন ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২২ জুন ২০১৮
বল দখলের লড়াইয়ে ব্রাজিলের নেইমার এবং কোস্টারিকার গাম্বোয়া
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে থামিয়ে রাখলো কোস্টারিকা। আজ শুক্রবার ই-গ্রুপের এই খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য অবস্থায়।
গোলশূণ্য এই প্রথমার্ধের কৃতিত্ব অবশ্য অফসাইডেরও। ম্যাচের ২৬ মিনিটে কোস্টারিকান জালে বল জড়ালেও সাইড লাইন থেকে অফসাইডের বাঁশি বাজায় রেফারি। ব্রাজিলের কাছে তিক্ত আর কোস্টারিকার কাছে মধুর সেই বাঁশিতে বাতিল হয় মার্সেলোর পাস থেকে জেসাসের দেওয়া গোল।
ম্যাচের পুরোটা সময় দুই দলই বেশ কয়েকটি অফসাইডের দেখা পায়। ৩১ মিনিটেও অফসাইডের ফাঁদ পরে ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়েরা। ৩১ মিনিটে নেইমারের বানিয়ে দেওয়া বল ডি-বক্সের ভেতরে খুব ভালো পজিশনে পেয়ে যান স্ট্রাইকার জেসাস। তবে রেফারির বেসুরো অফসাইডের বাঁশিতে থেমে যেতে হয় তাকে।
প্রথম ৪৫ মিনিটে মোট তিন বার অফসাইডের বাঁশি বাঁজে সেন্ট পিটাসবার্গের এই ম্যাচে। এর মধ্যে তিনবার অফসাইডের ফাঁদে পরে ব্রাজিল। আর দুই বার কোস্টারিকার বিরুদ্ধে অফসাইডের বাঁশি বাজে।
তবে শেষ পর্যন্ত সাত বার আক্রমণের চেষ্টা করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। আর তিন বার গোলের জন্য আক্রমণ সাজিয়েছিল কোস্টারিকা। কিন্তু কোন দলই শেষমেষ গোল না পেলে প্রথমার্ধ শেষ হয় গোলবিহীণ অবস্থায়।