ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমার্ধে ২-০ তে এগিয়ে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া আর সৌদি আরবের লড়াই এর মধ্যে দিয়ে শুরু হলো ফুটবল বিশ্বের সবথেকে বড় মর্যাদার লড়াই রাশিয়া ফুটবল বিশ্বকাপ-২০১৮। গ্রুপ এ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক দেশ রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় (রাশিয়ান সময় সন্ধ্যা ৬ টা) শুরু হয় এই ম্যাচ।

ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই প্রথম গোলের দেখা পায় রাশিয়া। রাশিয়ার ৮ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড খেলোয়াড় ইউরি গাজিনস্কি এই গোলটি করেন। লেফট উইঙ্গার আলেকজান্ডার গলোভিনের ক্রস থেকে সৌদি আরবের জালে বল জড়ান ইউরি।

আর ৪৪তম মিনিটে রাশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার চেরিশেভ।

খেলার শুরু থেকেই অবশ্য সৌদিদের ওপর চড়াও হতে থাকে রাশিয়া। প্রথম গোলের আগে বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। তবে রাশিয়ার ডি-বক্সের কাছে গিয়েও এখন পর্যন্ত গোল পায়নি সৌদি আরব।

খেলার প্রথম ৪৫ মিনিটের মধ্যে রাশিয়ান শিবিরে সৌদি আরবে আক্রমণ চালায় মোট ৩ বার। অন্যদিকে রাশিয়া সৌদি শিবিরে আক্রমণ চালায় ৫ বার। এর মধ্যে ‘অন টার্গেট’ (গোল পোস্ট বরাবর) এ হামলা চালাতে ব্যর্থ হয় সৌদি আরব। রাশিয়া অন টার্গেটে দুইটি হামলা চালিয়েই গোল পেয়ে যায়।

২টি গোল হজম করলেও এখন পর্যন্ত বলের দখলের লড়াইয়ে এগিয়ে সৌদি আরব। প্রায় ৫২ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখেছে বাদশাহ সালমানের খেলোয়াড়েরা। নির্ভুল পাসিং এর হিসেবেও এগিয়ে তারা। সৌদি আরবের পাসিং একুরেসি ৮০ শতাংশ আর রাশিয়ার ৭০ শতাংশ।

তবে পুরো ৯০ মিনিট খেলার পরই জানা যাবে কে হবে আজকের ম্যাচের বিজয়ী। বিশ্বকাপের মতো আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে রাশিয়া ও সৌদি আরব।   

 

এসএইচএস/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি