ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমার্ধে ২-০তে এগিয়ে উরুগুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২৫ জুন ২০১৮ | আপডেট: ২১:৪৪, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দল রাশিয়া ও উরুগুয়ের মধ্যে গ্রুপের শীর্ষস্থান নির্ধারনি ম্যাচে শুরু হয়েছে। প্রথমার্ধে ২-০তে এগিয়ে উরুগুয়ে। খেলার ১০ মিনিটে উরুগুয়ের লুইস সুয়ারেজ ও ২৩ মিনিটে ডিয়াগো লাক্সাল্ট গোল করে উরুগুয়েকে এগিয়ে নেয়। যদিও রাশিয়ার ডেনিশ চেরিশিভের গায়ে লেগে রাশিয়ার জালে বল যায়। প্রথম দুই ম্যাচে পরপর জয় নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয় ও রাশিয়া শেষ ষোলো ইতোমধ্যে নিশ্চিত করেছে। আজ সোমবার রাত ৮টায় শুরু হয়েছে তাদের লড়াই।

গ্রুপ পর্বে যে অবস্থান নিয়েই যাক না কেন নকআউট পর্বে তাদের লড়তে হবে স্পেন অথবা পর্তুগালের মত দলের বিপক্ষে। তবে এখন পর্যন্ত বড় কোনো প্রতিরোধের মুখে না পরা উরুগুয়েকে নকআউট পর্বের বাঁধা টপকে আরও সামনে এগিয়ে যেতে হলে অবশ্যই রুশদের বিপক্ষে আসল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উরুগুয়ে দল:
গোলরক্ষক : মার্টিন কামপানা (১২), ফার্নান্দো মুসলেরা (১), মার্টিন সিলভা (২৩)।
রক্ষণ ভাগ : মার্টিন ক্যারোস (২২), সেবাস্টিন কোটস (১৯), হোসে মারিয়া গিমেনেজ (২), দিয়েগো গোডিন (৩), ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা (১৬), গ্যাস্টন সিলভা (১৩), গুইলারমো ভারেলা (৪)।

মধ্য মাঠ: জোনাথন উরেটাভিসকায়া (২০) গিওর্গিয়ান ডি আরাসকায়েটা(১০), রডরিগো বেনটানচার (৬), দিয়েগো লাক্সাল্ট (১৭), নাহিটান নানডেজ(৮), ক্রিস্টিয়ান রডরিগুয়েজ(৭), কার্লোস সানচেজ (৫), লুকাস টোরেইরা (১৪), মাটিয়াস ভেসিনো (১৫)।

আক্রমণ ভাগ : এডিনসন কাভানি (২১), ম্যাক্সিমিলিয়ানো গোমেজ (১৮), লুইস সুয়ারেজ (৯), ক্রিস্টিয়ান স্টুয়ানি(১১)।

কোচ: অসকার তাবারেজ।

রাশিয়া দল:
গোলরক্ষক: ইগর আকিনফিব(১), ভ্লাদিমির গাবুলভ(২০), আন্দ্রেই লুনেভ (১২)।
রক্ষণ ভাগ: ভ্লদিমির গ্রানাট(১৪), ফিডর কুদরিয়াশভ (১৩), লিয়া কুটেপভ (৩), আন্দ্রেই সেমিনিয়ভ (৫), ইগর স্মলনিকভ (২৩), মারিও ফার্নান্দেস(২), সের্গেই ইগনাশেভিচ(৪)।


মধ্য মাঠ: ইউরি গাজিন্সকাই(৮), এ্যালান ডিজাগোয়েভ (৯), আলেক্সেই মিরানচুক (১৫) আলেক্সান্ডার গোলেভিন (১৭), আলেক্সান্ডার এরোখিন(২১), ইউরি ঝিরকভ (১৮), ডালের কুজিয়ায়েভ (৭), রোমান জোবনিন(১১), আলেক্সান্ডার সামেদভ(১৯), এ্যান্টন মিরানচুক(১৬), ডেনিস চেরিশেভ (৬),
আক্রমণ ভাগ: আরটেম দিজিউবা(২২), ফিওডর সমোলভ (১০)।
কোচ: স্তানিসলাভ চেরচেসভ

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি