ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২১ নভেম্বর ২০২২

গোল করার পর উদযাপনে রাহিম স্টার্লিং

গোল করার পর উদযাপনে রাহিম স্টার্লিং

Ekushey Television Ltd.

ইংল্যান্ড ও ইরানের হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধটা শেষ হলো একপেশেভাবেই। ইংলিশদের আক্রমণ সামলাতেই পর্যদুস্তু এশিয়ার দেশটি, প্রথমার্ধেই তারা হজম করেছে তিন গোল। 

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জুদে বেলিংঘামের পর বুকায়ো সাকা কাঁপন ধরান ইরানের জালে। আর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটেই জালের দেখা পান রাহিম স্টার্লিং। বিপরীতে নির্দিষ্ট লক্ষ্যে একটিও শট নিতে পারেনি ইরান।

সোমবার (২১ নভেম্বর) ম্যাচের ৮ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত বিফলে যায় তাদের সে চেষ্টা। দুই মিনিট পর ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ আঘাত পান। 

ঝাপিয়ে বল ধরতে গিয়ে সতীর্থের কপালের সঙ্গে নাক লাগে তার। সঙ্গে সঙ্গে অঝোরে রক্ত পড়তে থাকে। সেবা-শুশ্রুষার পর ম্যাচ শুরু হলেও কিছুক্ষণ পর মাঠ ছাড়তে হয় তাকে। বদলি হিসেবে নামেন হোসেন হোসেইনি।

আক্রমণের পসরা সাজিয়ে বসা ইংল্যান্ড তবুও গোলের দেখা পাচ্ছিল না। কখনও কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তো কখনও শট গেছে গোলপোস্টের বাইরে দিয়ে। ৩৫তম মিনিটে সেই ঘেরাটোপ ভাঙেন জুদে বেলিংঘাম। লুক শর নেয়া শটে হেডে গোল করেন তিনি। প্রথমার্ধের বাকি সময়টাও আধিপত্য ধরে খেলে সাউথগেটের শিষ্যরা।

তার ফলও পায় ম্যাচের ৪২ মিনিটে। কর্ণার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান হ্যারি ম্যাগুয়ের। সেই বল যায় বুকায়ো সাকার সামনে। বাঁক খেয়ে ইরানের জালে প্রবেশ করে সাকার শট। প্রথমার্ধের শেষ গোলটি করেন রাহিম স্টার্লিং, আর অ্যাসিস্টের খাতায় নাম লেখান অধিনায়ক হ্যারি কেন। 

যাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি