ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরে ৫ অর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের চিফ প্রটোকল অফিসারসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে বিদায় জানানো হয়।

প্রধান উপদেষ্টা চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন। বিশেষজ্ঞদের মতে সফল একটি সফর শেষ করলেন ড. মুহাম্মদ ইউনূস। চীনের কাছ থেকে বিশাল অংকের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন তিনি।

একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে প্রতিশ্রুতি। এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ ২০২৮ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐকমত্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ দুই নেতা। একই সঙ্গে ‘এক চীন নীতি’তে বাংলাদেশ তার অবস্থান আবারও স্পষ্ট করেছে চীনের কাছে। ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সফরের প্রধান অর্জনসমূহ:

১. বিনিয়োগ ও আর্থিক সহায়তা:

মোট ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ৩০টি কোম্পানির ১ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার

মোংলা বন্দর আধুনিকীকরণে ৪০০ মিলিয়ন ডলার ঋণ

শিল্প অঞ্চল উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার ও প্রযুক্তি সহায়তায় ১৫০ মিলিয়ন ডলার

২. বাণিজ্য সুবিধা:

২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটা সুবিধা বৃদ্ধি (২০২৬ থেকে বাড়ানো হলো)

চীনে বাংলাদেশি আম রপ্তানির অনুমোদন; মে-জুন থেকে রপ্তানি শুরু

৩. মেগা প্রকল্প সহায়তা:

তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আশ্বাস

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য ৫০ বছরের মাস্টারপ্ল্যান প্রস্তাব

৪. দ্বিপক্ষীয় চুক্তি:

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতাসহ মোট ৯টি চুক্তি/সমঝোতা স্মারক সই

সংস্কৃতি, স্বাস্থ্য, গণমাধ্যম ও ক্রীড়া খাতে সহযোগিতা জোরদার

৫. রাজনৈতিক সমঝোতা:

"এক চীন নীতি"তে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি