ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, নাহিদের পদত্যাগের গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন আলোচনার মধ্যে গুঞ্জন ছড়িয়েছে তিনি পদত্যাগ করেছেন। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। 

সেসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি। জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।

এদিকে, পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে রাত ৮টা ১০ মিনিটে নাহিদ নিজেই সংবাদমাধ্যমকে জানান, তিনি এখনও পদত্যাগ করেননি।

জানা গেছে, দল ঘোষণা পরদিন নাহিদ পদত্যাগ করবেন। অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি