ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

প্রধান বিচারপতির অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:২৩, ১২ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার বিকেল কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতেই নথিতে সই করেন।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এর আগে আজ দুপুরে জিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

গত ২ অক্টোবর থেকে প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে আছেন।

মঙ্গলবার এস কে সিনহা বিদেশ যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে জানিয়েছিলেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি