ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রধান লক্ষ্য নির্বাচন, তার আগে রাষ্ট্রীয় সংস্কার: নাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭, ৯ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানান তিনি।

নাহিদ বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন।

নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।   

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু হয় জুলাইয়ের প্রথম দিকে। পরে এই আন্দোলন আরও ব্যাপকতা পায়। দেশজুড়ে সহিংসতার পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর সেনা সমর্থনে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো। 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি