ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন মানে মনোনয়ন নয় :ওবায়দুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন। কাজ করা আর মনোনয়ন পাওয়া এক কথা নয়। মনোনয়ন হবে আনুষ্ঠানিক। মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিস্থ রাসেল স্কোয়ারে প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেতে অাগ্রহী অনেকেই। তাদের অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেও দাবি করছেন।
এই গ্রিন সিগন্যাল মনোনয়ন কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মনোনয়ন প্রক্রিয়া হবে আনুষ্ঠানিক, প্রকাশ্যে। প্রধানমন্ত্রী কাজ করতে বলছেন। সেটা মনোনয়ন নয়।  এসময় মঞ্চে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবীর নানক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।

ধানমন্ডির রাসেল স্কয়ারে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক ও ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতারা।

অনুষ্ঠানে দেড় হাজার সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এএ/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি