ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৭, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারত-আমেরিকাসহ সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। নাসিম বলেন, নির্বাচন নিয়ে কোন ফর্মুলা নয়। আর সংলাপ সংলাপ করেও কোনও লাভ হবে না।

রোববার সকালে সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করছে।

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি