ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা ছাত্রলীগের প্রধান কাজ’

প্রকাশিত : ১৫:১৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০৯, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম বলেছেন, বর্তমানে ছাত্রলীগের প্রধান কাজ হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা। ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একুশে টিভি অনলাইনকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ছাত্রলীগের সাবেক এ নেতা এসব কথা বলেন।

ছাত্রলীগে বয়সসীমা নিয়ে ইকবালুর রহিম এমপি বলেন, ১৯৯২ সালে মাননীয় জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অনুর্ধ্ব ২৭ বছরের ছাত্রদের দিয়ে ছাত্রলীগের যে কমিটি গঠিত হয়, আমি ছিলাম সেই কমিটির সাধারন সম্পাদক। আমাদের ৬৯ জনের কমিটির সবার বয়স ২৬- এর মধ্যে ছিল। তখন বিএনপি ক্ষমতায়। আমাদের তখন মানুষের ভাত কাপড়ের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে। ক্যাম্পাসগুলোতে মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে ছাত্রলীগের করণীয় নিয়ে ইকবালুর রহিম বলেন, আজকে প্রেক্ষাপট ভিন্ন। এখন ছাত্রলীগের প্রধান কাজ হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রদের দিয়ে চর্চা করানো। এখন প্রযুক্তির যুগ। ছাত্রলীগের রাজনীতি এখন মেধানির্ভর, প্রযুক্তি নির্ভর হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সহজ হবে।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি