প্রধানমন্ত্রীর সফর সফল করায় ধন্যবাদ কাদেরের
প্রকাশিত : ১৮:৫৬, ১৫ অক্টোবর ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু এলাকা সফর সফল হতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সেতুমন্ত্রী এক ধন্যবাদপত্রে সেনাবাহিনী, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিআইডব্লিউটিএ, তিন জেলার সরকারি দফতরসমূহ, গণমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেতুমন্ত্রী আশা করেন দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বতস্ফুর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশসহ কর্মসূচি সফল করায় আমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের জনগণকেও ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন পদ্মাসেতুর নামফলক উন্মোচন ও সেতু প্রকল্পের ৬০ ভাগ কাজের সার্বিক অগ্রগতির ঘোষণা দেন।
/ এআর /
আরও পড়ুন