ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সাক্ষাত চান চলচ্চিত্র ঐক্যজোট নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৪১, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘চলচ্চিত্র ঐক্যজোট’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সংগঠনটির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ তথ্য জানান।

জানা গেছে, যৌথ প্রযোজনার নামে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র চালানোর হচ্ছে। এবং এ ক্ষেত্রে কোনো নীতিমালা মানা হচ্ছে না।

চলচ্চিত্র ঐক্যজোট অভিযোগ করছে, সেন্সর বোর্ড যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি হওয়া ‌‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দিয়েছে ঈদের আগে। ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য আন্দোলন করেছে চলচ্চিত্র ঐক্যজোট। তারপরও অজানা কারণে ছবি দুটো ছাড়পত্র পেয়েছে।  মূলত: এসব বিষয়ে অবহিত করার জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাত চান ঐক্যজোট নেতারা।

 

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি