ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:২৭, ২৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইলের (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিন বারের সাবেক সাংসদ এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান আর নেই।

দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে আজ শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ছয় মাস।

খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের অর্থ সচিব ছিলেন। ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি। তিনি টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি