প্রবাস ফেরত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
প্রকাশিত : ১০:৩৬, ১১ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর উপুর্যপরি ছুরিকাঘাতে মেঘলা আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনার পর থেকে পালাতক রয়েছে ঘাতক স্বামী নাইম মিয়া (৩০)।
সোমবার সকালে কসবা পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নাইমের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি এলাকায়।
নিহত মেঘলা কসবা পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, নাইম প্রবাসে থাকাবস্থায় স্ত্রী মেঘলা খালাতো ভাইয়ের সঙ্গে পরকিয়ার অভিযোগ উঠে। বিষয়টি নাঈম জানতে পেরে কিছুদিন আগে সৌদি আরব থেকে ফিরে আসেন। সোমবার সকালে পরকীয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী নাইম উপুর্যপরি ছুরিকাঘাত করে মেঘলাকে।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মেঘলাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরকীয়া না অন্য কোন কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পিতা আলমগীর হোসেন বাদি হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন