প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন: উপমন্ত্রী শামীম
প্রকাশিত : ১০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২
সৌদি আরবের জেদ্দায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রবাসীরা যেন হয়রানি না হন। তাদের বিপদ-আপদে দূতাবাস ও কনসুলেট পাশে থাকবেন প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে এই কথাটি বলে গেলাম।
উপমন্ত্রী শনিবার জেদ্দার এলিট হোটেলে শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, “বিএনপি দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতে না পেরে বিদেশে এজেন্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত। তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তাদের মূলত বাংলাদেশকেই ভালো লাগে না, তারা অন্তরে পেয়ারে পাকিস্তান।”
বিশেষ অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রবাসীদের হয়রানি বন্ধ করা হয়েছে, প্রবাসীদের সব ধরনের সেবা দ্রুততার সাথে কনসুলেট প্রদান করছে। যদি কোথাও কোন সমস্যা হয় আমার দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা থাকবে বলে জানান তিনি।
সৌদি আরব শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাবীব রহমান ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেভার কাউন্সিলর আমিনুল ইসলাম, মুসা আব্দুল জলিল, সুলতান আহমেদ সরদার ওমর তাঁতী, সফিকুজ্জামান, সাইফুল ইসলাম ও মনির মৃধা প্রমুখ।
এএইচ/
আরও পড়ুন