ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবেশনারি অফিসার নিয়োগ দিবে ন্যাশনাল ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২১, ২৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নতুনদের জন্য আবেদনের সুযোগ রেখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ব্যাংকটির প্রবেশনারি অফিসার পদে এ নিয়োগ দেওয়া হবে।  নিয়োগপ্রাপ্তদের এক বছর প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, অর্থনীতি, ইংলিশ, রসায়ন, পদার্থ, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, গণিত, আইন বা কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে।

এ ছাড়া ব্যাংকিং, ফাইন্যান্স, ফাইন্যান্স, ব্যাংকিং, হিসাববিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।  তবে এমএসসি ও বিএসসিতে পাস করা কম্পিউটার সায়েন্স, পরিবেশবিজ্ঞান, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও স্থাপত্য বিষয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। তবে কোনো বিষয়ে শ্রেণি গ্রহণ যোগ্য নয়। প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.০০(৪.০০ পয়েন্ট স্কেলে) থাকতে হবে।  এছাড়া প্রার্থীদের কম্পিউটারে পারদর্শী হতে হবে।

বেতন :
প্রবেশনারি অফিসার পদে থাকালীন প্রতি মাসে ৩৪ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (http://www.nblbd.com/career.php) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়:
আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি