ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

প্রমাণ করুন এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হয় না: আমু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৮ মার্চ ২০১৮

বর্তমান সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হয় না-বিএনপির এমন বক্তব্য প্রমাণ করতে দলটির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার জাতীয় প্রেসক্লাবে দেশের বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সতীর্থ স্বজন আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি যদি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে প্রমাণ করতে পারতো সাংবিধানিক ভিত্তিতে এই সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হয় না, তাহলে আজকে তাদের কথার যুক্তি থাকতো। আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম না, আমি প্রমাণ করলাম না, তাহলে আমি কিভাবে নির্বাচনের বিরোধিতা করি।

সাহিত্যিক-সাংবাদিক রাহাত খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সুভাষ সিংহ রায়, পীযূষ বন্দ্যোপাধ্যায় ও নাসিমুন আরা হক।

আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যারা সুর মেলাবে আর যাই হোক, তারা দেশের বন্ধু হতে পারে না।  দোষ ত্রুটি আমাদের থাকতে পারে। তার মানে এই নয় যে, শত্রুর সাথে আমাদের হাত মিলাতে হবে। জাতীয় শত্রুর সাথে হাত মিলাতে হবে এটা কোন অর্থ হতে পারে না। যেই গণতন্ত্রের ধারা মানুষ রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছে এটা কোনো একদিনের ব্যাপার ছিলো না।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে কাউকে অপছন্দ করতে পারি। তাই বলে সমষ্টিগতভাবে কাউকে ক্ষতি করতে পারি না। একটি জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাক এটা আমরা কামনা করতে পারি না। আমি যতো বড় জ্ঞানী-গুণী ব্যক্তি হই না কেন, আমাদের একটি জায়গা ঠিক থাকতে হবে, আমার মূল ভিত্তি কি? আমার মূল ভিত্তি আমার দেশ। আমার দেশের উন্নয়ন-অগ্রগতি সবকিছু। সেটাকে সামনে রেখে যতটুকু করা যায় আমরা করবো। সূত্র: বাসস

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি