ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

প্রমোদতরী কিনেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২১ জানুয়ারি ২০১৮

২০১৭ সারে ফোবস ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের শীর্ষ ৪০০ ধনী ব্যক্তির মধ্যে মার্ক জাকারবার্গের অবস্থান ছিল চারে। ৭১ বিলিয়ন ডলার সম্পদের মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে, মার্ক জাকারবার্গ একটি প্রমোদতরী কিনেছেন।

হারিয়েট ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, মোনাকো-তে জুকারবার্গ ৩৫০ ফুটের একটি বিলাসবহুল ইয়ট বা প্রমোদতরী কিনেছেন ১৫ কোটি মার্কিন ডলারে।  গত বছর সেপ্টেম্বরে গোপনে এই ইয়টটি কিনেন তিনি।

কিন্তু প্রতিবেদনের এমন তথ্য মিথ্যা দাবি করে ফেইসবুক প্রধানের মুখপাত্র বলেছেন, মার্ক ইয়ট কিনেছেন এমন প্রতিবেদন সঠিক নয় কারণ তিনি কোনো ইয়ট কিনেননি।

ওই মুখপাত্র গিজমোডকে জানিয়েছে, জুকারবার্গ কোন প্রমোদতরী কিনেননি কিংবা তার পরিবারের কেউ কিনেনি। এমন কোন প্রমোদতরী কেনা-বেচার সঙ্গেও তিনি জড়িত নন।

সূত্র: গিজমোড ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি