ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে অধ্যক্ষ-সহ আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে এক অধ্যক্ষ-সহ ৯জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার আবদুল বাতেন জানান, গ্রেফতারকৃতরা ফেসবুক-সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।

সোমবার রাতে রাজধানীর তেজগাও থেকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৯জনকে গ্রেফতার করে ঢাকা মেট্ট্ধেসঢ়;্রাপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ। মঙ্গলবার গনমাধ্যমের সামনে তাদের হাজির করা হয়।

পরে ডিএমপির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন জানান, একজন অধ্যক্ষের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের জড়িত। এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় ছবি তুলে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।

এর পেছনে শক্তিশালি গ্রুপ কাজ করছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, পরীক্ষার আগেই ফেসবুকে শিক্ষার্থীদের কাছে চলে যায় প্রশ্নের উত্তর।

এদিকে মতিঝিলে বোচা বাবু হত্যার সঙ্গে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি