ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(ট্রেলার ভিডিও)

প্রসেনজিৎ-ঋতুপর্ণার জটিল সম্পর্ক ‘দৃষ্টিকোণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বন্ধুত্ব, ভালোবাসা মিউচুয়াল ফান্ডের ইনভেসমেন্টের মতো নয়, যে রোজ শুতে পারবে, আর ইচ্ছে মতো তুলে নেবে।’- সম্পর্ক নিয়ে এই কঠিন ব্যাখ্যাটাই দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘দৃষ্টিকোণ’ সিনেমার ট্রেলা। শুরুতেই এ কথাগুলো বলেন প্রসেনজিৎ। যে ডায়লগের সঙ্গেই প্রসেনজিতের বিপরীতে ভেসে আসে ঋতুপর্ণা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখ। আর এর মাধ্যমে আরও একবার উঠে এল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির রসায়ন।

ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে আরও একবার ‘দৃষ্টিকোণ’র মধ্যে দিয়ে সম্পর্কের জটিলতা তুলে ধরতে চেয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ট্রেলারের শেষ পথে শ্রীমতির (ঋতুপর্ণা সেনগুপ্তের) উদ্দেশ্যে জিওন মিত্রের (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) প্রশ্ন ‘আমি কে?’

শ্রীমতির (ঋতুপর্ণা) উত্তর, ‘আমার অ্যাডভোকেট।’

সবমিলিয়ে এই সিনেমাতে ভালোবাসা, বন্ধুত্বের বুননে যে সম্পর্কের জটিলতা উঠে আসছে তা স্পষ্ট। তবে এখানেই শেষ নয়। ট্রেলারে ‘পোস্ট মর্টেম’, ‘অ্যাক্সিডেন্ট’ ‘অন্ধকার’ এই শব্দগুলো ইঙ্গিত দিচ্ছে সিনেমাটিতে আরও অনেক চমক রয়েছে।

আর ‘দৃষ্টিকোণ’ এর সেই সব টুইস্ট দেখতে অপেক্ষা করতে হবে নববর্ষ পর্যন্ত।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘দৃষ্টিকোণ’-এর গানও মুক্তি পেয়েছে। যার সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটিকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি