ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রস্তাবিত বাজেট, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৮, ২ জুন ২০১৭

প্রস্তাবিত বাজেটে, শুধুই পুজিবাজ ও মুনাফাখোরদের স্বার্থ রক্ষার চেষ্টা হয়েছে, কিন্তু শ্রমিকদের দাবী-দাওয়া ও আশা-আকাংক্ষার কোন প্রতিফলন আদৌ হয়নি। এমনটাই অভিযোগ করেছেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা
রাজধানীর রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে, ‘বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের’ ‘জাতীয় বাজেটঃ শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে আলোচনা সভায় শ্রমিক নেতারা এসব অভিযোগ করেন। অনুষ্ঠানে, বিশিষ্ট নাগরিকরা মত দেন, শ্রমিক, মালিক ও সরকারে ত্রি মুখী আলোচনা ছাড়া, গণতান্ত্রিক বাজেট প্রত্যাশা করা সম্ভব নয়। শ্রমিকরা জোড় করতে পারেনা বলেই বাজেটে তাদের মতামত প্রতিফলিত হয়না বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি