ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রস্তুত নন সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৪, ৫ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় বড় তারকারা সরে যাচ্ছেন। বৃহস্পতিবার কোমরের ব্যথার জন্য খেলা ছাড়ার ঘোষণা দেন অ্যান্ডি মারে। তার ২৪ ঘণ্টার মধ্যেই সেরেনা উইলিয়ামসও জানিয়ে দিয়েছেন, তিনিও প্রস্তুত নন। ওই ওপেনে জিতলে আমেরিকান তারকার গ্রান্ডস্লামের সংখ্যা হবে ২৪। কিন্তু সেটির জন্য অপেক্ষা বাড়লো সেরেনা ভক্তদের।

সেরেনা বলেন, ‘যেখানে নিজেকে দেখতে চাই সেখানে আমি নেই। আমার কোচ ও টিমের সবাই বলে টুর্নামেন্টে তখনই যাবে যখন তুমি পুরোটা সময় ধরে খেলতে পারবে। কিন্তু আমি শুধু প্রতিযোগিতার করার জন্য নামতে চাই না। আমি তার চেয়ে ভালো করতে চাই। আমার আরও কিছু সময় দরকার। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলছি না। তাই আমি কিছুটা হতাশ। আমি ওপেনে গত বছরের স্মৃতি সবসময় মনে রাখবো। অলিম্পিয়া (সেরেনার মেয়ে) এবং আমি ফেরার অপেক্ষায় আছি।’

এই সপ্তাহে কেই নিশিকোরিও ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন। নোভাক জোকোবিচ, স্টান ভাভারিঙ্কা এবং রাফায়েল নাদাল খেলবেন কী না- তা এখনো নিশ্চিত হয়নি।

সূত্র : গার্ডিয়ান

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি