ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রস্তুতি ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৪, ১৮ নভেম্বর ২০১৮

মূল লড়াইয়ে মাঠে নামার আগে গা গরমের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

আজ রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েটকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শফিউল ইসলাম। ক্রিজে আছেন শাই হোপ ও কিরন পাওয়েল।

বিসিবি একাদশ

রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হাসান, মিজানুর রহমান, ফজলে রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, শফিউল ইসলাম ও রবিউল হক

সাবস্টিটিউট

মোহাম্মদ মিঠুন, রিশাদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শেন ডাওরিচ, জোমেল ওয়ারিকান, ক্রেইগ ব্রাথওয়েট, রোস্টন চেজ, শাই হোপ, র‍্যায়মন রেইফার, সুনিল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, কিরন পাওয়েল ও শিমরন হেটমায়ার

সাবস্টিটিউট

শ্যানন গ্যাব্রিয়েল, ঝামার হ্যামিল্টন, শেরমন লুইস ও কেমার রোচ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি