
বাইশতম বর্ষে পা রাখল প্রাইম ব্যাংক। রাজধানীর মতিঝিলে সংবাদ সম্মেলনে, নতুন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ।
সেসময় তিনি বলেন, স্বচ্ছ ব্যালেন্সশীট তৈরীর জন্য গেলো কয়েক বছর ধরে সাফা এবং আইসিএমএবি’র বিভিন্ন পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। গত বছর ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা। এছাড়া বর্তমান সম্পদের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশজুড়ে ১৪৫টি শাখা রয়েছে প্রাইম ব্যাংকের, রয়েছে ১৭০টি এটিএম বুথ।