ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাক্তন বান্ধবীদের নিয়ে সালমানের রাতভর পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাট-আনুশকার মুম্বাইয়ের রিসেপশনে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশে সব সময়ই ছিলেন ক্যাটরিনা কাইফ। ‘সিমারিং’ গাউন পরে বিরুষ্কার রিসেপশনে যখন ক্যাটরিনা হাজির হন, তখন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু, বিরুষ্কার রিসেপশনে হঠাৎই উধাও হয়ে যান ক্যাটরিনা। সেই ঘটনা চোখে পড়ার পরই শুরু হয় জল্পনা। এবার বিরাট-অনুষ্কার রিসেপশনের পর সোজা সালমান খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা।

‘ভাইজান’-এর ৫২তম জন্মদিন বলে কথা। তাই, বিরুষ্কার রিসেপশন ছেড়ে সালমানের পানভেল ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা কাইফ। সেখানেই চলে রাতভর পার্টি। তবে শুধু কি ক্যাটরিনা নয়, সালমানের জন্মদিনের পার্টিতে হাজির হন মহেন্দ্র সিং ধোনিও। বিরুষ্কার রিসেপশনের পর সালমানের ফার্ম হাউজে সোজা হাজির হন এম এস ধোনি।

পার্টিতে হাজির হন সালমানের প্রাক্তন বান্ধবীরা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনি রায়, করিশ্মা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি