প্রাথমিকে দেড় লাখ শিক্ষক নিয়োগ
প্রকাশিত : ১৩:১৯, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৩, ৩০ জানুয়ারি ২০১৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখ শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে সহকারী শিক্ষক পদে এসব নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, প্রাথমিক ডেভেলপমেন্ট প্রকল্পের (পিডিপি-৪) আওতায় এসব নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, পিডিপি’র আওতাভুক্ত রাজস্ব খাতের শূন্যপদ, প্রয়োজনীয় সৃষ্ট পদ ও প্রাক প্রাথমিকের সৃষ্ট পদে আগামী পাঁচ বছরে মোট দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
/ এআর /
আরও পড়ুন