ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে বসছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ২৭ ডিসেম্বর ২০১৭

বেতন বৈষম্য নিরসনের দাবিতে তিন দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনের পর কর্মসূচি স্থগিত করা শিক্ষক নেতাদের সঙ্গে চলতি সপ্তাহেই বসছে সরকার। একইসঙ্গে শিক্ষকদের দাবি যৌক্তিক হলে তা বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার।

প্রসঙ্গত, সোমবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে অনশনে থাকা প্রাথমিকের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরপরই আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা। ওইদিন সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পানি ও জুস খাইয়ে আমরণ অনশন ভাঙান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহেই আমরা শিক্ষকদের সাথে আলোচনা করব। তাদের (শিক্ষকদের) দাবি যৌক্তিক হলে মেনে নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে আমরণ অনশন শুরু হয়। অনশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০টি সংগঠন অংশ নেয়। অনশনকালে সংগঠনের নেতারা স্লোগান দিয়ে বলেন, ‘দাবি মোদের একটাই প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন চাই।` তাদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।

বর্তমানে প্রধান শিক্ষকদের চেয়ে তিন ধাপ নিচের স্কেলে বেতন পান প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১ তম গ্রেডে বেতন পান। যার মূল বেতন শুরু ১২,৫০০ টাকায়। আর প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম গ্রেডে। যার মূল বেতন শুরু ১০,২০০ টাকায়।

/ আর / এআর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি