ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন পুজদেমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২৫, ২ মার্চ ২০১৮

কাতালোনিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন দেশটির স্বাধীনতাকামী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন। এক টুইটার্ বার্তায় গতকাল বৃহস্পতিবার পুজদেমন বলেন, আমি কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়াচ্ছি।

টুইটার বার্তায় তিনি বলেন, আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুষ্ঠেয় নির্বাচনে আমি আমার প্রতিদ্বন্দ্বীতা প্রত্যাহার করছি। উল্লেখ্য, স্পেনে তার বিরুদ্ধে বিদ্রোহ ও জনসাধারণকে উস্কানি দেওয়াসহ রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করা হয়েছে। ব্রাসেলস থেকে দেশে ফেরামাত্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে স্পেনিশ সংবাদ মাধ্যম।

টুইটার বার্তায় তিনি আরও বলেন, কাতালান সরকার যাতে একটি আঞ্চলিক সরকার গঠন করতে পারে সে জন্যই আমি আমার ‘মনোনয়নপত্র’ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এমন একটি সরকার সেখানে গঠিত হবে, যেটি কাতালোনিয়ার স্বাধীনতার জন্য লড়াই করবে, এবং বিজয় ছিনিয়ে আনবে। এ লক্ষ্যে আমি কাতালান জাতীয় পরিষদের সভাপতি সানজেস পিকানিলকে সমর্থন দিচ্ছি। আমার অবর্তমানে আমি তাকেই মনোনীত করলাম।

তবে গতমাসে ব্রাসেলসে অবস্থানরত কার্লোস পুজদেমন ঘোষণা করেন, বিদেশে থাকাকালীন তিনি সরকার গঠন করবেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পর সংকট দেখা দেয়। স্পেনের সরকার ওই স্বাধীনতাকে অবৈধ ঘোষণা করলে সংকট আরও ঘনীভূত হয়। পরে আদালতে পুজদেমনের স্বাধীনতা ঘোষণা অবৈধ হলে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরই কাতালোনিয়া সরকারের বেশ কয়েকজন ঊর্ধতন কর্মকর্তাকে নিয়ে বেলজিয়ামে পাড়ি দেন তিনি।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি