ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রায় ৭ হাজার ৫শ’ ২০ কোটি টাকা আয় করেছে পাটখাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:১৭, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

প্রতি বছর বাড়ছে পাটখাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা। এ’ বছর প্রায় ৭ হাজার ৫শ’ ২০ কোটি টাকা আয় করেছে পাটখাত। যা গেল বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। তবে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে প্রয়োজন উদ্যোক্তার। আর এর জন্য ব্যাংক ঋণে সুদের হার কমিয়ে আগ্রহী উদ্যোক্তা সৃষ্টিতে আন্তরিক সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরে ৮২ দশমিক ৪৬ লাখ বেল পাট উৎপাদন হয়। যা গেল বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। এর মধ্যে ৭ দশমিক ৫৮ লাখ বেল পাট রপ্তানী করে আয় হয়েছে ৯শ ৩ কোটি টাকা। আর পাটজাত পণ্য রপ্তানিতে আয় ৩ হাজার ২৯২ কোটি টাকা।

গেল ৩ দশকে পাট খাতের এমন পরিবর্তনে আশাবাদী উদ্যোক্তারা। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য সরকারের আন্তরিকতার প্রয়োজনীয়তার কথা বললেন উদ্যোক্তারা।

ইউরোপের ১২ টি দেশসহ উন্নত বিশ্বের প্রায় ৫৬ টি দেশে দেশে পাটপণ্যের চাহিদা রয়েছে। তবে বাজারের দরপতন এবং চাঙ্গা অবস্থা বুঝে নিতে আবেগ ত্যাগ করার পরামর্শ বিশেষজ্ঞদের।

পাটের সুদিন ফিরিয়ে আনতে কৃষকদের উৎসাহিত করার নানা উদ্যোগের সঙ্গে, উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের।

সহজ শর্তে ব্যাংক ঋণ এবং বিনিয়োগের সহনশীল অবস্থান নিশ্চিতেরও আশ্বাস সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি