ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রি-ওয়েডিং শুট এমনও হয়! গাড়ির উপর দিয়ে উড়ল হবু দম্পতির বাইক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৯ অক্টোবর ২০২২

বর-কনের বেশে বাইকে বসে হবু দম্পতি। চোখের পলকে তা উড়ে গেল গাড়ির উপর দিয়ে। আচমকা এমন দৃশ্য দেখলে বলিউড সিনেমার শুটিংয়ের কথাই প্রথমে মনে আসে। তবে এ শুটিং কোনও সিনেমার জন্য নয়, শুভ বিবাহের জন্য। যাকে বলে কিনা, প্রি-ওয়েডিং শুট। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের চল নতুন নয়। হবু দম্পতির ভালাবাসার নানা মুহূর্ত ছবি ও ভিডিও হিসেবে ফ্রেমবন্দি করা হয়। প্রত্যেকেই নিজের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব চান। তার জন্য নানা অদ্ভূত কাণ্ড ঘটিয়ে থাকেন। তেমনই কাণ্ড ঘটিয়েছেন এই হবু দম্পতি। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে রাস্তার উপরেই তা শুট করা হয়েছে। আর তা দেখলে রোহিত শেট্টির কোনও সিনেমার অ্যাকশন দৃশ্যের কথা মনে হতেই পারে। 

ভাইরাল হওয়া ভিডিওটিতে শেরওয়ানি ও পাগড়িতে সেজেছেন পাত্র। পাত্রীর পরনে রয়েছে লাল শাড়ি এবং ওড়না। ক্রেনের কেবল দিয়ে বাঁধা বাইকে চেপে বসেছেন তারা।  আর সেটি দিব্যি গাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে। 

ইতিমধ্যেই ইউটিউবে ভিডিওটি ৯ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছে। কেউ মশকরা করে লিখেছেন, “ভালবাসা মানেই তো ঝুঁকি।” কেউ আবার লিখেছেন, “এর চাইতে ভাল বিয়ে না করা।”

আজকাল নাটকের কমতি নেই, এমন মতও প্রকাশ করেছেন অনেকে। একজন আবার ব্যঙ্গ করে লিখেছেন, এই প্রি-ওয়েডিং শুটিংয়ের ছবি বলিউডের নতুন সিনেমার জন্য পাঠানো হবে। তা দিয়ে তৈরি হবে নতুন সিনেমা “সুপার ম্যান অ্যান্ড সুপার উওম্যান।”

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি