ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রিগোজিনকে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৬ আগস্ট ২০২৩

ক্রেমলিনের নির্দেশে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবৃতিতে জানিয়েছেন, বিমান দুর্ঘটনা নিয়ে অনেক জল্পনা ছিল। পশ্চিমাদের এসব জল্পনা মিথ্যা বলে জানিয়েছেন পেসকভ। এদিকে বিমান দুর্ঘটনা নিয়ে মন্তব্য করে ক্রেমলিনের কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছিলেন প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। প্রিগোজিনের মৃত্যুর পর থেকেই কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি যোদ্ধা বাহিনীর দল ওয়াগনার। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি