ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রিগোশিনের মৃত্যু নিশ্চিত করল মস্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৭ আগস্ট ২০২৩

ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোশিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মস্কো। বুধবারের বিমান দুর্ঘটনায় পাওয়া মৃতদেহের জেনেটিক বিশ্লেষণের পর তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

তদন্ত কমিটির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা ১০ জনেরই পরিচয় পাওয়া গেছে। ফ্লাইটের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে যোগাযোগ করে তথ্য নেওয়া হচ্ছে।

২৫ আগস্ট প্রিগোশিনের প্রাইভেট জেটটি মস্কোর উত্তর-পশ্চিমে বিধস্ত হলে এতে থাকা সকল আরোহী নিহত হয়।

প্রাথমিকভাকে এই ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করেছেন বিশ্লেষকরা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি