ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সময় ভালোই কাটছে ভারতে

প্রকাশিত : ১৮:৫৬, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১২ এপ্রিল ২০১৬

ভারতে ভালোই সময় কাটছে ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নামিদামী তারকা, ব্যবসায়ী আর সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গ দিয়েছেন তারা। দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তাজমহল পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তাদের এই সফর। ইতিহাস, ঐত্যিহ আর সংস্কৃতির সঙ্গে একাত্মতা জানিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পা রাখছেন উইলিয়াম-কেইট ব্রিটিশ রাজদম্পতি। প্রথমবার ভারত সফর। সাত দিনের এ সফরের প্রথম দিন ভারতের মাটিতে পা রেখেই স্মরণ করেন ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহতদের। এরপরই ওভাল ময়দানে ক্রিকেটের রাজা শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে দেখা গেছে বৃটিশ রাজ দম্পতিকে। চ্যারিটি ম্যাচে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। রাত বরাদ্ধ করেন বলিউড সুপারস্টারদের জন্য। শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রায়, মাধুরী দীক্ষিত, সোনম কাপুরসহ নামিদামী সব তারকাদের সঙ্গে নৈশ্যভোজে অংশ নেন। পরের দিনটি কাটান দিল্লিতে। মহান নেতা মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করেন তারা। দেখা করেন তরুন উদ্যোক্তাদের সঙ্গেও। তৃতীয় দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে মধ্যান্থ ভোজে অংশ নেন তারা। তবে এখনও এই প্রেমিক যুগলের দেখা হয়নি শাহজাহান-মমতাজের অমর প্রেমের স্মৃতি জাগানিয়া তাজমহল। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সফরের শেষটা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি