ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ডায়ানা মৃত্যুর দুই দশক

প্রিন্স উইলিয়াম ও হ্যারির শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:১৪, ১ সেপ্টেম্বর ২০১৭

ব্রিটিশ রাজবধূ ডায়ানা নিহত হওয়ার দুই দশক পার হলো। মায়ের মৃত্যুবার্ষিকীতে বুধবার দুই ছেলে প্রিন্স উইলিয়াম, হ্যারি ও পুত্রবধূ কেট উইলিয়াম সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।


প্রিন্সেস ডায়ানা মেমোরিয়ালে ডায়ানার পুত্রদ্বয় যখন ফুল নিয়ে যান তখন সেখানে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিভেজা দিনে আকাশ যেন ২০ বছর আগে নিহত ডায়ানারই কথা ভাবছিল। এসময় সমাধিতে ফুল দিয়ে দুই প্রিন্স ছাতা হাতে নীরবে দাঁড়িয়ে থাকেন।  


বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত সেলিব্রেটি প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা। নান্দনিক সৌন্দর্য আর লাজুক হাসি দিয়ে যিনি বিশ্ববাসীর নজর কেড়েছিলেন। ২০ বছর আগে মাত্র ৩৬ বছর বয়সে ১৯৯৭ সালের আজকের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।


১৯৮১ সালে যুবরাজ চার্লসের সঙ্গে বিয়ের পর ১৯৯৬ সালে বিয়ে বিচ্ছেদ পর্যন্ত তাঁকে হার রয়াল হাইনেস দি প্রিন্সেস অফ ওয়েলস বলে সম্বোধন করা হয়। এরপরে রাণী দ্বিতীয় এলিজাবেথের আদেশক্রমে তাঁকে শুধু ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস বলে সম্বোধনের অনুমতি দেয়া হয়।


ডায়ানা ১৯৬১ সালের ১ জুলাই ইংল্যান্ডের নরফোর্কে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ২৯ জুলাই ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অব ওয়েলস চার্লসের সঙ্গে রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ঐ বিয়ের অনুষ্ঠান দেখেছিল বিশ্বের প্রায় ৭৫ কোটি মানুষ।


বিয়ের পরে পর জনপ্রিয়তায় স্বামী চার্লসকে ছাড়িয়ে যান ডায়ানা। তার সেবামূলক কার্যক্রমের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান, ফ্যাশনের জন্যও খ্যাতিমান হয়ে ওঠেন তিনি। তার এই বিখ্যাত হয়ে ওঠাই যেন কাল হয়ে দাঁড়িয়েছির। পাপারাজ্জিরা তাকে সর্বদা অনুসরণ করত। আর সে অনুসরণকারীদের থেকে পালাতে গিয়েই গাড়ি দুর্ঘটনা ঘটে বলে মনে করেন অনেকেই।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি