প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জন্মবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:১০, ১ সেপ্টেম্বর ২০১৯
খ্যাতনামা শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ১২৫তম জন্মবার্ষিকী আজ।
১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের তৎকালীন গোপালপুর থানার অন্তর্গত ভূঞাপুরের বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
ইবরাহীম খাঁ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বাংলা একাডেমির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, মিরপুর সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন। তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- ইস্তাম্বুল যাত্রীর পত্র, নছর পেয়দা, জহুর ধোপা, কাফেলা ও ইসলামের মর্মকথা।
তার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘের উদ্যোগে ‘বাংলার রেনেসাঁ ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’ এবং ‘দ্যুতি’ শিরোনামে তথ্যসমৃদ্ধ ও গবেষণামূলক গ্রন্থ প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএ/