ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

প্রিমিয়ার ব্যাংক এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ২১:০৪, ২৬ নভেম্বর ২০২৩

এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন ২০২২-২৩ অ্যাওয়ার্ড অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম, এফসিএমএ এর হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের পরিচালক সারোয়ার হোসেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা ফেইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এবং প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স
মোঃ তারেক উদ্দিন, এসভিপি ও হেড অব কার্ড বিজনেস আরমান হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি