ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয় দলের সাফল্য-ব্যর্থতায় সমর্থকদের অনুভূতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ৫ বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াইয়ের মিশন শেষ হয় নেইমারদের। তবে, কাপ জিতে আনন্দে ভাসাবেন এমন প্রত্যাশাায় ছিলো সমর্থকরা। অন্যদিকে, উরুগুয়ের বিপক্ষে ২-০তে জিতে সেমিফাইনালে পৌছায় ফ্রান্স। প্রিয় দলের সাফল্য-ব্যর্থতায় সমর্থকদের অনুভূতি নিয়ে রিপোর্ট করেছেন পারভেজ খোকন।

কোটি সমর্থকদের কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো শিরোপাপ্রত্যাশী ব্রাজিল। সেই স্বপ্ন ভেঙে গেল কোয়ার্টার ফাইনালেই। বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেসাওরা। তবে প্রিয় দলের এমন স্বপ্নভঙ্গ যেন মেনে নিতে চাইছে না ভক্তরা।

প্রথমার্ধের খেলায় ২-০তে পিছিয়ে থাকলেও নেইমারদের উপর থেকে আস্থা হারায়নি স্থানীয় সমর্থকরা। আর ৭৬ মিনিটে কুতিনহোর ক্রসে দুরুণ হেড দিয়ে অগাস্টো গোল করে আশা বাচিয়ে রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি সাবেক চ্যাম্পিয়নরা।

এদিকে, উল্টো চিত্র প্যারিসে। ব্রাজিলের হারের রাতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ভক্ত-সমর্থকদের জয়োল্লাস আর শুভেচ্ছায় মাতে ফরাসি সমর্থনরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি