প্রীতি ফুটবল ম্যাচে জার্মানিকে ১-১ গোলে রুখে দিলো ডেনমার্ক
প্রকাশিত : ০৯:৫১, ৭ জুন ২০১৭ | আপডেট: ১০:২৯, ৭ জুন ২০১৭
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ১-১ গোলে রুখে দিলো ডেনমার্ক।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। আর প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে যায় জার্মানি। ১৮ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথমে গোলটি করেন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিক্সেন। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ তে বিরতিতে যায় দুদল। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় জার্মানি। ৮৮ মিনিটে মিডফিল্ডার জশুয়া কিমিচ গোল করলে সমতায় ফিরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে আর গোল না হলে ১-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।