প্রীতিলতার ৮৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন
প্রকাশিত : ১৮:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ২৮ মার্চ ২০১৭
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। শনিবার সকালে নগরীর পাহাড়তলীর তৎকালীন ইউরোপীয় ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে শোভাযাত্রা বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নগর শাখা। এছাড়া পটিয়ার ধলঘাটে প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন প্রীতিলতার আবক্ষ ভাস্কর্যে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভাসহ নানা কর্মসূচী পালন করে।
আরও পড়ুন