ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম করেই বিয়ে করব : মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঈদুল আজহায় মেহজাবীন অভিনীত বেশ কিছু নাটক ও টেলিছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হয়েছে তার অভিনীত ‘বড় ছেলে’, মেয়েটির হাতে যাদুর প্রদীপ, আমি তুমি এবং আমরা, ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল।

এগুলোর মধ্যে সব থেকে আলোচিত হয়েছে মিজানুর আরিয়ানের বড় ছেলে। এতে রিয়া চরিত্রের জন্য প্রশংসিত হয়েছেন মেহ্জাবীন। সবমিলিয়ে ফর্মের তুঙ্গে মেহজাবীন। ক্যারিয়ারের এই সুসময়ে বিয়ের কথা ভাবছেন না এই সুদর্শনী নায়িকা।
বিয়ে প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, অনেক বছর পর কাজে সিরিয়াস হয়েছি, এখন বিয়ে নিয়ে তাড়া নেই। আরও তিন-চার বছর এ নিয়ে ভাবব না। তবে ভালোবেসেই বিয়ে করব। তাতে মা-বাবার সম্মতিও থাকতে হবে। আর শোনেন, আমার কোনো প্রেম নেই।

চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, কাজ তো করতেই চাই। প্রায়ই বাণিজ্যিক ছবিতে কাজের প্রস্তাব আসে। কিন্তু গল্প শুনতে বসলে মনে হয়, এ ধরনের গল্পের ছবি আগে দেখেছি। ফ্রেশ গল্প, ভালো পরিচালক, ভালো সহশিল্পী পেলে কাজ করব।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি