ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম ভিডিও প্রচার, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৪৭, ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিওতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করা হয়েছে বলে প্রচার করা হয়েছে। তবে প্রচারিত ভিডিওটির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, প্রায় ২ বছর পূর্বের উক্ত ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওতে দাবি করা হয়েছে, “বাংলাদেশ | রোহান নামে এক জিহাদবাদী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর একটি নাবালিকা হিন্দু মেয়েকে ছুরি দিয়ে আঘাত করেছে। পরে, মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ধরনের অপরাধ ঘনঘন ঘটে, কিন্তু এদের বিরুদ্ধে ন্যায়বিচার হয় না।”

অর্থাৎ, দাবি করা হয়েছে যে ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে। উল্লেখ্য যে, সংযুক্ত ভিডিওটিতে উক্ত মেয়েকে অভিযুক্তের নামসহ ঘটনা বর্ণনা করতে শোনা যায়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রায় ২ বছর পূর্বের উক্ত ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘সিআইএনটিভি২৪-নিউজ-পোর্টাল’ নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ১ মার্চে একটি ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, “#এইমাত্র পাওয়া : অভয়নগরে বখাটেদের ছু‌রিকাঘা‌তে স্কুল ছাত্রী আহত। বিস্তা‌রিত আস‌ছে। #নওয়াপাড়া #অভয়নগর”

পরবর্তীতে এরই সূত্র ধরে অনুসন্ধান করলে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৩ সালের ২ মার্চে “প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম” শীর্ষক শিরোনামে এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

 উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে নবম শ্রেণির এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করেছে এক যুবক। বুধবার (২০২৩ সালের ১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গরু হাটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রোহান ইসলাম (২১) একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে।”

আহত ওই স্কুলছাত্রী বলেন, “বখাটে রোহান দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার (২০২৩ সালের ১ মার্চ) বিকেলে প্রতিদিনের মতো আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। এসময় পথে গরু হাটের সামনে রোহান আমার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মুখে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।” 

উক্ত সংবাদ প্রতিবেদনে আহত উক্ত স্কুলছাত্রীর একটি অস্পষ্ট ছবিও সংযুক্ত করা হয়।

এ বিষয়ে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২ মার্চে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি বা ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রায় ২ বছর পূর্বের। সুতরাং, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করার প্রায় ২ বছর পুরোনো ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি