ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম প্রত্যাখ্যান করায় হাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী সুমি বখাটের ব্লেডের আঘাতে আহত হয়েছেন।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসার পথে সিনিয়র ভেবে অজ্ঞাত ওই বখাটেকে সালাম দেয় সুমি। পথিমধ্যে কিছুক্ষণ কথা হয় তাদের মাঝে। এরপর থেকেই মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ওই বখাটে। 

মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় মেয়েটির ফোন কেড়ে নেয় ওই বখাটে এবং পরে সেটি ফেরত দেয়।

পরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকজন অপরিচিত ছেলেকে এনে ভয় দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয় ওই বখাটে। শেষমেশ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন তালুকদার মেসের সামনে সুমিকে একা পেয়ে বখাটে ছেলেদের মধ্যে একজন সুমির হাতে ব্লেড দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে আরও ক্ষতি করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে বন্ধুদের সহায়তায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে চলে যায়। 

ঘটনাটি জানাজানি হলে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে মহাবুলীপুর তালুকদার বাড়ি মেসে যান। এ বিষয়ে জানতে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা যদি বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি