প্রেমিকার খোঁজে মার্কিন তরুণের রিট, হাইকোর্টে হাজির সেই তরুণী
প্রকাশিত : ১৫:৪৬, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫৫, ২৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নাগরিক হারুন আসাদ মির্জা নামে এক তরুণ রিট করেছিলেন। রিটের শুনানিতে হাজির হতে ওই তরুণের বান্ধবী কক্সবাজার সদর উপজেলার তরুণীকে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট।
আজ রোববার (২৬ জানুয়ারি) বাবা-মাসহ ওই তরুণী বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে হাজির হন।
এর আগে গত ১৩ জানুয়ারি তাদেরকে হাজির হতে আদেশ দিয়েছিলেন আদালত।
আদালতে ওই তরুণী বলেন, ‘আমি নার্ভাস ফিল করছি।’
হাইকোর্ট বলেন, এখানে নার্ভাসের কিছু নেই। তোমার কথা আমরা আলাদা শুনব। একপর্যায়ে এজলাস কক্ষ থেকে আইনজীবী-সাংবাদিকসহ সবাইকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেন। রুদ্ধদ্বার এজলাস কক্ষে তরুণীর বক্তব্য শুনেছেন আদালত।
এর আগে মা-বাবাসহ ওই তরুণীকে হাইকোর্টে হাজির করতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ১৩ জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগমধ্যমে কক্সবাজার সদর উপজেলার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুজনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাঁধে বিপত্তি।
একপর্যায়ে পরিবারের চাপে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে মার্কিন তরুণ বাংলাদেশে ছুটে আসেন।
সম্প্রতি ওই মার্কিন যুবক বাংলাদেশে এসে নানা জায়গায় ছোটাছুটি করেও প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হন।
এএইচ
আরও পড়ুন